ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২০  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, আগস্ট ২৮, ২০২৫
মোহাম্মদপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২০   প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় পৃথক এক অভিযানে হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গোলাম মো. জিলানী (৬৮), রমজান (২১), মাসুম (২৬), রবিন (২৬), শাকিব (২২), দিপু (২৫), সুজন (২৬), আরিফুর রহমান রফি (৪০), মানিক (২২), সাব্বির (৩০), সোহাগ (২০), শাওন (২২), সেলিম (৩০), মিরাজ (২০), রাব্বি (১৯), শামিম (১৯), শান্ত (২০), জাবেদ আলী (৩৫), রিফাত (১৯) ও রায়হান (২৪)।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামুরাই অস্ত্র (এক ধরনের ধারালো অস্ত্র), তিনটি স্টিলের ছুরি, একটি ধারালো ডেগার, নগদ পাঁচ হাজার একশ টাকা, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএমআই/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।