ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাজিতপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, ফেব্রুয়ারি ১, ২০২২
বাজিতপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ২ জব্দ গাঁজা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেড়ইন এলাকার শাহাজান মিয়ার ছেলে সাহাংগির মিয়া (৩০) ও একই এলাকার মৃত ইছা মিয়ার ছেলে আনচর আলী (৪২)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে উপজেলার পাটুলিঘাট এলাকা থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছ
থেকে জব্দ করা হয় ১০ কেজি গাঁজা। দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটকরা দু’জন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।