ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিষখালী নদী থেকে জাল-পোনা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, ফেব্রুয়ারি ১, ২০২২
বিষখালী নদী থেকে জাল-পোনা জব্দ ফাইল ছবি

পাথরঘাটা (বরগুনা): বিষখালী নদীতে অভিযান চালিয়ে উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল, বাগদা রেনু পোনাসহ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার (০১ ফেরুয়ারি) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী বাংলানিউজকে জানান, বিষখালী নদীতে নিয়মিত অভিযানের সময় সন্দেহ হলে এমবি পাথরঘাটা-২ নামে একটি লঞ্চে তল্লাশি করা হয়। এ সময় উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫০ হাজার পিস বাগদা রেনু পোনাসহ লঞ্চটিও জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। পুড়িয়ে বিনষ্ট করা হয় জালগুলো এবং লঞ্চটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।