ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

শুনানির সময় এজলাসে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, ফেব্রুয়ারি ১, ২০২২
শুনানির সময় এজলাসে আসামির মৃত্যু

ফরিদপুর: ফরিদপুর জেলা জজকোর্টের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিনের এজলাসে একটি প্রতারণা মামলার শুনানির সময় শাহজাহান মৃধা (৭০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই আসামির মৃত্যু হয়।

শাহজাহান মৃধা জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর গ্রামের বাসিন্দা।  

জানা যায়, জামিন শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শাহজাহান মৃধা অসুস্থ হয়ে পড়ে যান। পরে আদালতের নির্দেশে তাকে আদালত কক্ষের বাইরে নিয়ে আসা হয়। ওই সময় তার মাথা ও চোখে পানির ছিটা দেওয়া হয়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলে পথে তার মৃত্যু হয়।  

এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা গনেশ কুমার আগারওয়ালা বলেন, হাসপাতালে আনার আগেই শাহজাহান মৃধার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।