ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে একদিনে করোনা শনাক্ত ১৮৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জানুয়ারি ২১, ২০২২
নারায়ণগঞ্জে একদিনে করোনা শনাক্ত ১৮৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০.৪২।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৭৭ জন, আড়াইহাজারে ১২ জন, বন্দরে ১২, রূপগঞ্জে ২২, সদরে ৩৬ এবং সোনারগাঁয়ে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৯৫ জন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।