ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাকে গলাটিপে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ১৩, ২০২২
বীর মুক্তিযোদ্ধাকে গলাটিপে হত্যার অভিযোগ অভিযুক্ত বাবু

কুমিল্লা: জমির আইল নিয়ে বিরোধের জের ধরে এক বীর মুক্তিযোদ্ধাকে গলাটিপ হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের রাজা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহতের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশের জমির আইল ঠিক করতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে পাশের বাড়ির কামাল হোসেন (৫০) ও তার ভাই বাবু (৩৫) রড দিয়ে আবদুর রহমানকে মারধর করেন। তখন আবদুর রহমান মাটিতে পড়ে গেলে তার গলা চেপে ধরেন কামাল হোসেন। এতে ঘটনাস্থলেই বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান মারা যান। এ ঘটনার পর অভিযুক্ত কামাল হোসেন ও তার স্বজনরা পালিয়ে যান।

স্থানীয়রা আরও জানান, হামলার সময় কামাল হোসনের হাতে বন্দুক ছিল। তবে তা ছিল পাখি শিকারের বন্দুক। বন্দুক দেখে ভয়ে মানুষ এগিয়ে আসেনি। সে কারণে আবদুর রহমানকে হত্যা করে পালিয়ে যেতে সক্ষম হয় কামাল হোসেন ও বাবু।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ওপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে বলেন, বন্দুকের বিষয়টি নিশ্চিত নই। আমরা ঘটনার তদন্ত করছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।