ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

অতিরিক্ত টোল আদায়, বিনোদন কেন্দ্রকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ১৩, ২০২২
অতিরিক্ত টোল আদায়, বিনোদন কেন্দ্রকে অর্থদণ্ড

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার অবসর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়ার ওই বিনোদন কেন্দ্রের ইজারাদার ছামিউল এন্টারপ্রাইজ কে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।

জানা যায়, উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে নির্ধারিত রেটের চেয়ে বেশি ভাড়া আদায় করায় জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা জানান, লাউচাপড়া বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে মোটরযানের ওপর নির্ধারিত রেটের চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইজারাদার মো. ছামিউল হক কে এই অর্থদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এনএইচএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।