ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

তিনদিনেও উদ্ধার হয়নি অপহৃত ইতালী প্রবাসী কিশোরী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জানুয়ারি ১২, ২০২২
তিনদিনেও উদ্ধার হয়নি অপহৃত ইতালী প্রবাসী কিশোরী  ছবি: সংগৃহীত

মাদারীপুর: অপহরণের তিনদিনেও মাদারীপুরে ইতালী প্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।  

মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন তার মা ও বাবা।

যদিও এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজনরা জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে আট বছর পর মা-বাবার সঙ্গে ইতালী থেকে ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী ওই কিশোরী।  

গত সোমবার (১০ জানুয়ারি) সকালে মাদারীপুর শহরে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে ওই কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান শহরের শকুনী এলাকার আফজাল হোসেন শাওন ও তার সহযোগীরা। এরপরই আর কোনো সন্ধান পাওয়া যায়নি মেয়েটির।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় নাম উল্লেখ করে পাঁচজনকে ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন মেয়েটির বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক। এরই মধ্যে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।