ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার মধ্যরাতে একটি বাসায় অগ্নিকাণ্ডে মেজবাহ উদ্দিন সবুজ (২০) নামে এক তরুণ মারা গেছেন। দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তার মা-বাবা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাত ২টা দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাড়ির দ্বিতীয় তলার বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
সবুজের পাশাপাশি আগুনে দগ্ধ হন তার বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা সালমা বেগম (৫০)। তখনই তাদের উদ্ধার করে লোকজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সবুজ মারা যান।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, গতকাল দিবাগত রাত ২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গেন্ডারিয়ায় দুইটা ইউনিট পাঠানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করে ৩টা ৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নার চুলা থেকে চারটি ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধদের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শুক্রবার (২২ আগস্ট) গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খান বলেন, ফায়ার সার্ভিস বলেছে, কী কারণে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ ও সবুজের ১০০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা গেছেন। তার বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক।
এজেডএস/এইচএ/