ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনবল তৈরি করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, ডিসেম্বর ১৫, ২০২১
‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনবল তৈরি করতে হবে’ ...

কুড়িগ্রাম: কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশে কারিগরি শিক্ষার হার অন্তত ৬০ শতাংশে উন্নীত করার মহা পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

আগামীর বাংলাদেশ হবে প্রযুক্তির বাংলাদেশ ও দক্ষতার বাংলাদেশ।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ‘দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. নুরে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম। মূল বিষয় উপস্থাপন করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

রেজিস্ট্রার ইনচার্জ মো. ফজলুল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ ইনস্ট্রাক্টর আবু সাইম জাহান, ভিশন পলিটেকনিকের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ শাহাজালাল সবুজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ উদ্দিন, শিক্ষার্থী আপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।