ঢাকা: চাকরির প্রলোভন দেখিয়ে হানি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২০ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন: মো. বিপ্লব খান (৩৩), ফারিন তানহা তোফা (২৯), সম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের অভিক (২৩), মো. আল-মাসুদ (৩২), মোছা. মনিকা আক্তার (১৮) ও মো. আবু সুফিয়ান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলী শরীফ।
তিনি জানান, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ভুক্তভোগীদের একটি রেডমি মোবাইল এবং অপরাধে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুরের মো. রহমান ও বান্দরবনের মো. মনির উদ্দিন চাকরির বিজ্ঞাপন দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে গত মঙ্গলবার মিরপুর শেওড়াপাড়ার একটি বাসায় ডেকে নিয়ে তাদের আটকে মারধর করা হয়। একইসঙ্গে কয়েকজন নারী পাশে বসিয়ে ভিডিও ধারণ করেন। এরপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১১ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পাশাপাশি তাদের সঙ্গে থাকা নোকিয়া ও রেডমি মোবাইলও ছিনিয়ে নেয়।
ডিবি জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমো ও টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। ভুক্তভোগীরা আত্মসম্মানের ভয়ে মামলা না করায় চক্রটি দিন দিন আরও সক্রিয় হয়ে উঠেছিল।
এমএমআই/জেএইচ