ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

স্লোভেনিয়া সীমান্তে অতিরিক্ত ঠাণ্ডায় বাংলাদেশির মৃত্যু 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, ডিসেম্বর ১৪, ২০২১
স্লোভেনিয়া সীমান্তে অতিরিক্ত ঠাণ্ডায় বাংলাদেশির মৃত্যু 

ঢাকা: স্লোভেনিয়া সীমান্তের ড্ৰাগোনিয়া উপত্যকা অঞ্চল থেকে সুজন মিয়া নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১৩ ডিসেম্বর) ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

অভিবাসন প্রত্যাশী সুজন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। তার বয়স হয়েছিল ৩১ বছর।  

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এক সপ্তাহ আগে ক্রোয়েশিয়া সংলগ্ন স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকা ড্ৰাগোনিয়ায় সুজন মারা যান। ভিয়েনা দূতাবাস স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে। পরে দূতাবাস জানতে পারে, অতিরিক্ত ঠাণ্ডায় সুজনের মৃত্যু হয়েছে। সুজনের মরদেহ স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পিরানের একটি মর্গে রাখা হয়েছে। বাংলাদেশে স্বজনদের সঙ্গে আলোচনার পর তার মরদেহ কি করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
টিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।