ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজার হোটেলে মিললো পর্যটকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, ডিসেম্বর ৪, ২০২১
কক্সবাজার হোটেলে মিললো পর্যটকের মরদেহ প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীর আলম গেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে সঞ্জয় তালুকদার নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হোটেল কক্ষে সঞ্জয়ের সঙ্গে নুপুর নামে এক নারীও ছিল।

ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা উদঘাটনে কাজ করছে পুলিশ। গত ১ ডিসেম্বর সঞ্জয় এবং নুপুর দুইজনই স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের বাসিন্দা বলে উল্লেখ করেন।

বাংরাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।