ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

হাসপাতালে নবজাতককে রেখে পালালেন ‘মা-বাবা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, নভেম্বর ২৮, ২০২১
হাসপাতালে নবজাতককে রেখে পালালেন ‘মা-বাবা’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়েছেন তার বাবা-মা পরিচয় দেওয়া দুই ব্যক্তি।

রোববার (২৮ নভেম্বর) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটে।


 
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমীন জানান, রোববার সকালে চিকিৎসা করানোর কথা বলে নবজাতক মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি। তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে রেখে কৌশলে পালিয়ে যায় ওই দম্পতি। অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে শিশুটিকে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু শিশুটির মা-বাবার পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত নবজাতকটি আমাদের রুমে রেখেছি। পরে শিশুটি একজন আয়ার কাছে রাখতে দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শিশুটিকে কোথায় রাখা হবে তার জন্য সমাজ সেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যারা হাসপাতালে নিয়ে এসেছিল তারা আসলেই নবজাতকটির বাবা-মা কিনা তা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।