ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাতে ৯৯৯ নাইনে ফোন, সকালে মিললো মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, নভেম্বর ১৬, ২০২১
রাতে ৯৯৯ নাইনে ফোন, সকালে মিললো মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডায় আব্দুল বারেক হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডা সাতারকুল জিএম বাড়ি এলাকার একটি টিনসেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লামুয়া গ্রামে।  

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বাংলানিউজকে জানান, জিএম বাড়ি এলাকাতে তার মেঝো মেয়ের সঙ্গে থাকতেন বারেক। তবে মেয়েসহ তার জামাই অন্যত্র থাকেন। সোমবার দিনগত রাতে কেউ একজন ৯৯৯ এ কল দিয়ে আামাদের জানায় ওই বাসায় এক বৃদ্ধকে আটকে রাখা হয়েছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে দেখতে পান। তখন পুলিশের কাছে তিনি ভালো আছেন বলে জানান।

আবু সাইদ আরও জানান, আজ (মঙ্গলবার) সকালে আবার ৯৯৯ এ কল পাই। পরে ঘটনাস্থল গিয়ে ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কোনো কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।