ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বৈদ্যুতিক খুঁটি পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, নভেম্বর ১০, ২০২১
বৈদ্যুতিক খুঁটি পড়ে যুবকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সৌর বিদ্যুতের খুঁটি পড়ে রিংকু (২৮) নামে এক ট্রলি চালক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।

 

রিংকু একই উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট খামারপাড়া গ্রামের জছির আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, শৌলমারী চরে ‘ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের’ সৌরবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের কাজ চলছে। এ কাজে বিদ্যুতের খুঁটি পরিবহনের কাজ করছিলেন ট্রলিচালক রিংকু। বুধবার দুপুরের দিকে ট্রলি থেকে বিদ্যুতের খুঁটি নামানোর সময় এর একটি রিংকুর ওপর পড়ে। এতে সহকারী চালক লিটনসহ রিংকু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিংকুকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, রিংকুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।