ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, নভেম্বর ১০, ২০২১
গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে ছাবিনা ইয়াসমিন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ছাবিনা ওই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে সাংসারিক কাজ করছিলেন সাবিনা। এ সময় আঙিনায় থাকা সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে তিনি গর্তে পড়ে যান। পরিবারের সদস্যরা রশি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সাবিনার মরদেহ উদ্ধার করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রউফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।