ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

৩২ লাখ টিকা উপহার দিলো পোল্যান্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, নভেম্বর ১০, ২০২১
৩২ লাখ টিকা উপহার দিলো পোল্যান্ড ছবি: ডি এইচ বাদল

ঢাকা: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ৩২ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিলো পোল্যান্ড।
বুধবার ( ১০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত পোলান্ডের অনাবাসী রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকস্কি এই টিকা হস্তান্তর করেন।

পোলান্ডের পক্ষ থেকে উপহারের ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ টিকা গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খুরশেদ আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

ইউরোপীয় ইউনিয়নের আওতায় এই টিকা বাংলাদেশকে দিচ্ছে পোল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১০ , ২০২১ 
টিআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।