ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বিশেষ ওএমএস বন্ধ হচ্ছে ১৪ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, নভেম্বর ১০, ২০২১
বিশেষ ওএমএস বন্ধ হচ্ছে ১৪ নভেম্বর

ঢাকা: বিশেষ ওএমএস কার্যক্রম ১৪ নভেম্বর থেকে বন্ধ করার নির্দেশনা দিয়ে বুধবার (১০ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে থাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের সময় বিধি নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে ২৫ জুলাই থেকে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছিল।

 

সারাদেশে এক হাজার ৫৯টি দোকান ডিলার ও ট্রাকের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রির মাধ্যমে বিশেষ ওএমএসের কার্যক্রম শুরু হয়েছিল। এ ক্ষেত্রেও প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকায় পেতেন নিম্ন আয়ের মানুষ।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে খাদ্যবান্ধব কর্মসূচিতে সারাদেশে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচিতে খাদ্যশস্য বিতরণ চলমান আছে। এ কারণে ওএমএসের বিশেষ কার্যক্রমে ক্রেতার উপস্থিতি ক্রমশ কমছে এবং চাল বিক্রি হচ্ছে না মর্মে বিভিন্ন জেলা খাদ্য নিয়ন্ত্রকদের বরাতে খাদ্য অধিদপ্তর চলমান ওএমএস এর বিশেষ কার্যক্রম বন্ধের জন্য অনুরোধ করে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১০ , ২০২১ 
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।