ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে শিবালয়ে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, নভেম্বর ৯, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে শিবালয়ে মানববন্ধন 

মানিকগঞ্জ: দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জের শিবালয়ে মানববন্ধন হয়েছে।  

মঙ্গলবার ( ৯ নভেম্বর) দুপুরে শিবালয় উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।

শিবালয় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ অন্তত দুই সহস্রাধিক লোক মানববন্ধনে অংশ নেয়।  


এসময় বক্তরা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র নাজমুল কবীর শারুনকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।  

বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার মতো মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সব সময় সহায়তা দিয়ে আসছে বসুন্ধরা গ্রুপ। এ কারণে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। শিবালয়ের সর্বস্তরের জনগণ তা রুখে দেবে।

কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবালয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের শিবালয় সংবাদদাতা বাবুল আক্তার মঞ্জুর, সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা শিবালয় প্রতিনিধি শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি অসিউর রহমান সিকো, ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।