ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ভারত কখনো দাদাগিরি করে না: দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ভারত কখনো দাদাগিরি করে না: দোরাইস্বামী ছবি: বাদল

ঢাকা: ভারত কখনো দাদাগিরি করে না। সেটা আমাদের উদ্দেশ্যও নয়।

বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। এদেশের ১৭ কোটি মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক।

সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’য়ে অংশ নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারত নিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। দাদাগিরি কীভাবে হয় সেটাও আমার জানা নেই। বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় অংশীদার। আমরা পারস্পারিক উন্নয়ন, অংশীদারিত্ব ও বন্ধুত্বে বিশ্বাসী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

***‘পাকিস্তানি গণহত্যার বিচার যে কোনো সময় হতে পারে’
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।