ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বাজিতপুর স্টেশনে ইঞ্জিন বিকল, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, ফেব্রুয়ারি ১৫, ২০২১
বাজিতপুর স্টেশনে ইঞ্জিন বিকল, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা পড়েছেন বিপাকে।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি বাজিতপুর রেল স্টেশনে পৌঁছার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে জানান, ভৈরব রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি কিশোরগঞ্জ আসবে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।