ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বর যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, ফেব্রুয়ারি ১৪, ২০২১
বর যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বর যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে সাধন চন্দ্র (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রুদ্রবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাধন চন্দ্র ধুনট উপজেলার পীরহাটী গ্রামের গদাই চন্দ্রের ছেলে। এ ঘটনায়  আহত হয়েছেন ১০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলায় রুদ্রবাড়িয়া গ্রামের পলান কুমারের ছেলে তাপস কুমার সন্ধ্যায় বরযাত্রী নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ঘাটপার এলাকার নিজ বাড়ি থেকে বের হন। বাসটি বাড়ির অদূরে বাও নদীর ওপর সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে যায়। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।

এদিকে বাসটি খাদে পড়ার খবর শুনে স্থানীয় লোকজন ও ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে সাধন চন্দ্র নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। সাধন ওই বিয়ের অনুষ্ঠানের ব্যান্ড পার্টির সদস্য ছিলেন। এছাড়া রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বাংলানিউজকে জানান, রুদ্রবাড়িয়া গ্রামে বর যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় সাধন নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।