ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বাংলানিউজ পরিদর্শনে জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, ফেব্রুয়ারি ১৪, ২০২১
বাংলানিউজ পরিদর্শনে জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক নিয়াজ মোর্শেদ এলিট দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়ন্টিফোর.কমের অফিস পরিদর্শন করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজ অফিসে আসেন।

অফিস পরিদর্শন শেষে তিনি বাংলানিউজের সাংবাদিক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বাংলানিউজের সিনিয়র আউটপুট এডিটর (ইংরেজি) এস এম সালাউদ্দীন, চিফ অব করেসপন্ডেন্টস (সিওসি) ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

মার্কেটিং বিভাগের পক্ষে বাংলানিউজের হেড অব মার্কেটিং (ডিজিএম) আজিজুর রহমান অনু ছাড়াও এই বিভাগের কর্মকর্তারা এসময় মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।