ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্য

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, ফেব্রুয়ারি ১৪, ২০২১
নবাবগঞ্জে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্য ফাহিমের মরদেহ উদ্ধারের দৃশ্য

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে নেমে ইয়াসিন রহমান ফাহিম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ফাহিম ঢাকার রায়েরবাগ মোজাহিদ নগর এলাকার মাসুদুর রহমানের ছেলে। তিনি ঢাকার নটরডেম কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। ফাহিম দিঘীরপাড় তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে দিঘীরপাড় এলাকায় ৮-৯ জন সহপাটি নিয়ে ইছামতি নদীতে গোসল করতে নামেন ফাহিম। গোসলের একপর্যায় ফাহিম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ডুবুরিদের খবর দেয়। নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে নদী থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে ঢাকা হেড কোয়াটার ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।