ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

সার্ভার জটিলতায় ঢাকা মহানগর হাসপাতালে টিকাদান বন্ধ

দীপন নন্দী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, ফেব্রুয়ারি ১৪, ২০২১
সার্ভার জটিলতায় ঢাকা মহানগর হাসপাতালে টিকাদান বন্ধ ঢাকা মহানগর হাসপাতালে ফাঁকা টিকাদান কেন্দ্র। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রতিদিনই করোনার টিকা নিতে ভিড় বাড়ছে। ফলে চাপ বেড়েছে টিকাকেন্দ্রগুলোতেও।

তবে ভিন্ন চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল আটটায় টিকাদান কার্যক্রম শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ১১টাতেও শুরু হয়নি। টিকাদান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্তরা বলছেন, এখনো টিকাগ্রহণকারীদের তালিকা হাতে পাননি তারা।

ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অ্যাসিসটেন্ট জান্নাতুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, প্রতিদিন সকাল পৌনে আটটার মধ্যে আমাদের হাতে ওইদিনের টিকগ্রহণকারীদের তালিকা চলে আসে। তবে রোববার এখনো (সকাল সাড়ে ১০টা) আমাদের হাতে টিকা গ্রহণকারীদের কোন তালিকা আসেনি। সেইসঙ্গে যারা আজকে টিকা নিতে পারবেন তাদের কাছেও কনফার্মেশন এসএমএস যায়নি।

এর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা আসলে এর সঠিক কারণ জানি না। তবে সার্ভারের প্রবলেমের কারণে এটি হতে পারে।

তিনি জানান, প্রতিদিন ৩০০ জনকে টিকা প্রদানের লক্ষ্য থাকে। সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান থাকে। বারোটার মধ্যে যারা তারিখ পাওয়ার পরেও আসেননা, তাদেরকে ফোন করা হয়।

ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. রায়হান ও ফাতেমা তূজ রোজিনা বলেন, শনিবার ২৫২ জন টিকা গ্রহণ করেছেন। প্রতিদিনই আগ্রহীদের সংখ্যা বাড়ছে। তবে রোববার কার্যক্রম শুরু হয়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, সার্ভারের জটিলতার কারণে রোববার কাউকে টিকা গ্রহণের জন্য তারিখ দেওয়া হয়নি। যারা আগে তারিখ পেয়েও টিকা গ্রহণ করেননি, তাদেরকে রোববার টিকা দেওয়া হবে।

সার্ভার সমস্যার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আবার তারিখ দেওয়া হবে এবং টিকা গ্রহণ করা হবে।

এদিকে, এ হাসপাতালে করোনার টিকা গ্রহণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমার শনিবার টিকা দেওয়ার তারিখ ছিলো, সে কারণে রোববার টিকা নিতে পেরেছি।

তিনি বলেন, যদি এ সমস্যা চলমান থাকে তাহলে প্রয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য কেন্দ্রে এখানকার নিবন্ধিত ব্যক্তিদের টিকা নেওয়ার ব্যবস্থা করা হবে৷

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ডিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।