ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

ঐকমত্য কমিশনের সংলাপে বাজল ফায়ার অ্যালার্ম, তদন্তে কমিটি গঠন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জুলাই ২৮, ২০২৫
ঐকমত্য কমিশনের সংলাপে বাজল ফায়ার অ্যালার্ম, তদন্তে কমিটি গঠন ছবি: সংগৃহীত

ঢাকা: ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলার সময় ফায়ার অ্যালার্ম বেজে উঠার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে।

সোমবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, ফরেন সার্ভিস একাডেমিতে  জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের সংলাপ চলাকালীন সোমবার (২৮ জুলাই)   আনুমানিক দুপুর ১২টা ২০ মিনিটে একাডেমিতে স্থাপিত অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফায়ার অ্যালার্ম সিস্টেম আকস্মিক সক্রিয় হয়ে পড়ে।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাডেমিতে কর্তব্যরত কর্মচারীরা অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধান করেন। প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরণের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ প্রেক্ষিতে, পরিচালক, ফরেন সার্ভিস একাডেমিকে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।