ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, ফেব্রুয়ারি ১৪, ২০২১
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল মোল্লা (৩৭) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাদিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

সাইফুল মোল্লা পার্শ্ববর্তী কয়রাডাঙ্গা গ্রামের শরীফ মোল্লার ছেলে। সাইফুলের খাদিমপুর বাজারের মুদি, সার-ডিজেল ও পোল্ট্রির দোকান আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় খাদিমপুর বাজারে দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন সাইফুল। এসময় কয়রাডাঙ্গার দিকে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাইফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সাইফুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পরামর্শ দেন চিকিৎসক। পরে রাজশাহী নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা এলাকায় পৌঁছালে মারা যায় তিনি। আহত মোটরসাইকলে চালক রোকনুজ্জামান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন জানান, প্রচণ্ড আঘাতে সাইফুলের মাথা, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। এতে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।