ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

দোহারে বিএডিসি’র জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, ফেব্রুয়ারি ৩, ২০২১
দোহারে বিএডিসি’র জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধিগ্রহণকৃত ১৬.৫ শতাংশ জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।


 
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বাংলানিউজকে জানান, ১৯৬৮ সাল থেকে উপজেলার জয়পাড়া বাজারে সিএস-১০৮০ ও আর এস ৩৬১৮ নম্বর দাগের ১৬.৫ শতাংশ জমি দখল করে রেখেছিলেন বেশ কয়েকজন দখলকারী। ১৪ জানুয়ারি দখলদারিদের সাতদিনের মধ্যে জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। এরপরও তারা জমি না ছাড়ায় আজকের এই উচ্ছেদ অভিযান।

তিনি আরো জানান, প্রায় ৫৩ বছর ধরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জমিটি দখল করে রেখেছিলেন দখলদাররা। সারাদেশে কৃষি ব্যবস্থাপনাকে উন্নয়ন করার জন্য দখলকৃত জমি উদ্ধারে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় দোহারে জমিটি উদ্ধার করা হল।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।