ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে অস্ত্রসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, ফেব্রুয়ারি ৩, ২০২১
খিলগাঁওয়ে অস্ত্রসহ আটক ২

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন- মো. সুমন (৩৩) ও মো. নিজু হোসেন (২৪)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর উপ- অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাব-১০ এর একটি দল খিলগাঁও থানার মস্তমাঝি-শেখের জায়গা লিংক রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে দু'টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ (অ্যামুনেশন) দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু'টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।

তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।