ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নারী নির্যাতন মামলার সুষ্ঠু তদন্তের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ফেব্রুয়ারি ৩, ২০২১
নারী নির্যাতন মামলার সুষ্ঠু তদন্তের দাবি মানববন্ধন। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: নারী নির্যাতন মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম। আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া, ঢাকা মহানগরের আহ্বায়ক তাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিয়া প্রমুখ।

শেখ খায়রুল আলম বলেন, ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম পুরুষ নির্যাতনের প্রতিবাদে আমরা দাঁড়িয়েছিলাম। সেজন্য এ দিনটিকে পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করি।

তিনি বলেন, গত পাঁচ বছরেও পুরুষ নির্যাতন কমেনি। বরং অনেক বেড়ে গেছে। নারী নির্যাতন মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছে দুষ্টু প্রকৃতির নারীরা। পরকীয়ায় আসক্ত ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দিচ্ছে। মামলায় সাক্ষী দেওয়া হচ্ছে বাদীর অর্থাৎ স্ত্রীর নিকটাত্মীয়। এখন নারী নির্যাতন মামলায় জুডিসিয়াল তদন্ত দেওয়া হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা তার অফিসে সাক্ষীদেরকে ডেকে সাক্ষ্যগ্রহণ করে তদন্ত রিপোর্ট দিয়ে দিচ্ছেন। বাদীর নিকটাত্মীয়রা সাক্ষী থাকায় সাক্ষীরা সাক্ষ্য প্রদান করে আসামি নির্যাতন করেছে। স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। স্বামী জানতেই পারে না তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর সে জানতে পারে তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। সেজন্য এ ধরনের মামলার সুষ্ঠু তদন্ত করতে হবে।

মাজহারুল মান্নান মিয়া বলেন, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ক্রিকেটার, পুলিশ সবাই বিনা তদন্তে জেল কাটে। এই নির্যাতন মামলা হলে ছয় মাস বা এক বছর পর মামলা খারিজ হলে তখন কেউ তার পক্ষে কথা বলে না। তার সারা জীবনের অর্জন মাটির সঙ্গে মিশে যায়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।