ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, ফেব্রুয়ারি ৩, ২০২১
বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবিতে মানববন্ধন বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবিতে মানববন্ধন

বরিশাল: বিনামূল্যে সর্বস্তরের জনগণকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নত করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর বরিশাল জেলা কমিটি।

জেলা বাসদের সদস্য সন্তু মিত্রর পরিচালনায় আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল হক, বরিশাল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার প্রকাশনা সম্পাদক কাজল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সদস্য লামিয়া সাইমুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভ্যাকসিন বিনামূল্যে সর্বস্তরের জনগণের জন্য নিশ্চিত করতে হবে। বিভিন্ন বাহিনী ও আমলাদের অগ্রাধিকার না দিয়ে সর্বস্তরের বয়স্ক, অসুস্থ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে হবে।

একইসঙ্গে বক্তারা বলেন, ‘বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অবস্থা অত্যন্ত খারাপ। এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড মেশিন অচল হয়ে পড়ে আছে, বার্ন ইউনিটসহ বিভিন্ন ইউনিটে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক নেই। আইসিইউ একজন চিকিৎসক দিয়ে কোনো রকমে চলছে। সদর হাসপাতালের সেবার মান ও খুবই খারাপ। ’

বক্তারা অবিলম্বে বিনামূল্যে সর্বস্তরের জনগণকে ভ্যাকসিন দেওয়া এবং শেবাচিম ও সদর হাসপাতালের সেবার মান উন্নত করা এবং শেবাচিম হাসপাতালে উচ্চশিক্ষা চালুর জন্য জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।