ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় দুই নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, ফেব্রুয়ারি ২, ২০২১
ধামরাইয়ে বাসচাপায় দুই নারী নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া গ্রামের আব্দুল রশিদের স্ত্রী জাহানারা খাতুন (৫৫) ও শরিফুল ইসলামের স্ত্রী মরিয়ম (২০)।

আহতরা হলেন- নিহত মরিয়মের ছেলে আবু বক্কর (২) ও বাথুলি এলাকার মমিন উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৫০)।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় আরিচাগামী রবিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে আঘাত করে। এতে ফলের দোকানের সামনে থাকা জাহানারা চাপা পড়ে ঘটনাস্থালেই মৃত্যু হয় ও মরিয়মকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া আহতদের রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত দু’জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।