ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মিরসরাইয়ে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, ফেব্রুয়ারি ২, ২০২১
মিরসরাইয়ে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের জুয়েল রায় (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল রায় মিরসরাই সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার প্রদীপ রায়ের ছেলে।

মিরসরাই সদর নয় নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমরান উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে মিঠাছরা থেকে ফেনীতে পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য কলেজে যাচ্ছিলেন জুয়েল। পথিমধ্যে সোনাপাহাড়া এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।