ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

চিরনিদ্রায় শায়িত হলেন আ.লীগ সভাপতি মনসুর আহমেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, ফেব্রুয়ারি ২, ২০২১
চিরনিদ্রায় শায়িত হলেন আ.লীগ সভাপতি মনসুর আহমেদ ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হন তিনি।

এর আগে বিকেল ৪টার দিকে কালীগঞ্জের নলতা পাক রওজা শরীফে তার দ্বিতীয় জানাজা ও দুপুর ২টার দিকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

** সাতক্ষীরা জেলা আ.লী‌গের সভাপ‌তি মুনসুর আহ‌মেদ আর নেই

** সাতক্ষীরা জেলা আ.লীগ সভাপতির জানাজায় মানুষের ঢল

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।