ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ভাটারায় ভেজাল মদের কারখানার সন্ধান, ডিবির অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, ফেব্রুয়ারি ১, ২০২১
ভাটারায় ভেজাল মদের কারখানার সন্ধান, ডিবির অভিযান প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ভাটারায় ভেজাল মদের কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিবি গুলশান বিভাগ মদের কারখানায় অভিযান চলাচ্ছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে ভাটারার খিলবাড়ীর টেক এলাকায় এই অভিযান শুরু হয়।

ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় যে বিষাক্ত মদপান করে মানুষের জীবননাশের ঘটনা ঘটেছে, সেইসব মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান চলছে। ভাটারা থানাধীন খিলবাড়ীর টেক মুক্তি পল্লী, ইউনিয়ন পরিষদ রোডে ভেজাল মদের ওই কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
পিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।