ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফুটপাত থেকে দোকান উচ্ছেদ, ৪ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, ফেব্রুয়ারি ১, ২০২১
ফুটপাত থেকে দোকান উচ্ছেদ, ৪ জনকে কারাদণ্ড ...

ঢাকা: নগর ভবনের সামনের ফুটপাতে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও নগর ভবনের সামনে অবৈধভাবে লেগুনা পার্ক করায় একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল করায় মো. কবির শেখকে ১৪ দিন, মো. পন্ডিত আলী হাওলাদারকে ১৫ দিন, মো. সোহেলকে ১০ দিন, টুটুল দাশকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এসময় অপর এক ব্যক্তিকে অবৈধভাবে লেগুনা পার্ক করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আদালত অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ১২টি দোকান উচ্ছেদ করে এবং উচ্ছেদ করা মালামাল স্পট নিলামের মাধ্যমে নগদ ৫০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।