ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জানুয়ারি ২২, ২০২১
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত  প্রতীকী ছবি

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার করুটিয়া হাট বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান বাংলানিউজকে জানান, ফার্নিচার ভর্তি একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে পিকআপভ্যানটি করটিয়া হাট বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি উল্টে ঘটনাস্থলেই শিশুসহ দুই জন নিহত হন। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।