ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ব‌রিশা‌ল মহানগর যুবদ‌লের সাধারণ সম্পাদকসহ ব‌হিষ্কার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২১, ডিসেম্বর ২৭, ২০২০
ব‌রিশা‌ল মহানগর যুবদ‌লের সাধারণ সম্পাদকসহ ব‌হিষ্কার ৬

বরিশাল: ব‌রিশাল মহানগর যুবদ‌লের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ছয়জন‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। সংগঠ‌নের শৃঙ্খলা বি‌রোধী কার্যকলাপে জ‌ড়িত থাকার সু‌নি‌র্দিষ্ট অভিযোগে তাদের ব‌হিষ্কার করা হয়।


শনিবার (২৬ ডিসেম্বর) যুবদ‌লের কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষ‌রিত প্রেস বিজ্ঞপ্তি‌তে বিষয়টি জানানো হয়।

বহিষ্কার বা‌কিরা হ‌লেন- যুগ্ম সম্পাদক মো. রাহাত, সহ সাধারণ সম্পাদক সহ‌দেব শর্মা, মো. আলা‌মিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু, প্রচার সম্পাদক ব‌শির আহ‌ম্মেদ।  

উল্লেখ্য, শুক্রবার (২৫ ডিসেম্বর) রা‌তে ব‌রিশাল বিএন‌পির কার্যাল‌য়ে যুবদ‌লের মত‌বি‌নিময় সভা চলাকা‌লে মহানগর যুবদ‌লের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহা‌নের তর্ক হয়। এর জের ধ‌রে মামু‌নের লোকজন জাহা‌নের ওপর হামলা চালায় এবং বিএন‌পি কার্যাল‌য়ের চেয়ার ভাঙচুর ক‌রে। ঘটনার এক‌দিন পর শ‌নিবার রা‌তে প্রেস বিজ্ঞ‌প্তি‌তে ব‌হিষ্কা‌রের খবর জানা‌নো হয়।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।