ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

২ কোটি টাকার রক্ত চন্দন কাঠসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৮, ডিসেম্বর ১৩, ২০২০
২ কোটি টাকার রক্ত চন্দন কাঠসহ আটক ১ ছবি: বাংলানিউজ

ঢাকা: চোলাচালানকৃত প্রায় ২ কোটি ১০ লাখ টাকার ৩৮৪ কেজি রক্ত চন্দন কাঠসহ টঙ্গী থেকে নাজমুল হাসন শামীম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার, মুশফিকুর রহমান তুষার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টায় টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার আরজু ম্যানশনের সামনে অভিযান চালানো হয়। অভিযানে  চারাচালানকারী চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৩৮৪ কেজি ওজনের ৩৪টি রক্ত চন্দন কাঠ জব্দ করা হয়। ওই জব্দ করা কাঠের মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। এছাড়াও তার কাছ থেকে  একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ  করা হয়।   

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ট্রাক চালনোর পাশাপাশি সে চোলাচালানকারী চক্রের সঙ্গে জড়িয় পড়ে। এই চক্রটি দীর্ঘদিন যাবত চোলাচালানের মাধ্যমে বিদেশ থেকে রক্ত চন্দন কাঠ অবৈধ পথে দেশে নিয়ে আসে এবং অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চমূল্যে বিক্রয় করে।  

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান মুশফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা,  ডিসেম্বর ১৩, ২০২০
এমএমআই/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।