ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

সুনামগ‌ঞ্জে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, ডিসেম্বর ১২, ২০২০
সুনামগ‌ঞ্জে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার যুবক কারাগারে প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহ‌রের হাসন নগ‌রে পাথর দি‌য়ে মাথা থেঁত‌লে শিশু এনামুল হক মুসাকে (৪) হত্যার ঘটনায় থানায় মামলা হ‌য়ে‌ছে।  

শুক্রবার (১১ ডিসেম্বর) রা‌তে সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা‌টি দা‌য়ের ক‌রেন নিহত শিশুর চাচা নূর হো‌সেন।

মামলায় একমাত্র আসা‌মি করা হ‌য়ে‌ছে ঘাতক আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌কে (২৮)। তিনি সদর উপ‌জেলার সুরমা ইউ‌নিয়নের মঈনপুর গ্রা‌মে বা‌সিন্দা।

কোর্ট প‌রিদর্শক সে‌লিম নেওয়াজ ব‌লেন, শনিবার হত্যাকারী আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌কে থানাহাজত থে‌কে সিনিয়র জু‌ডিসিয়াল ম্যা‌জি‌স্ট্রেট রা‌কিব নূ‌রের আদালতে হাজির করা হ‌লে বিচারক তা‌কে জেলহাজ‌তে পাঠানোর নি‌র্দেশ দেন।

শুক্রবার দুপু‌রে এনামুল হক মুসা‌কে পাথর দি‌য়ে থেঁত‌লে আহত ক‌রে আব্দুল হালিম। প‌রে সিলেট ওসমানী মে‌ডিক্যাল ক‌লেজে নেওয়া হ‌লে দায়িত্বরত চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এর আগে ঘাতক‌কে আটক ক‌রে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২,  ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।