গাইবান্ধা জেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এই সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ২৪১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১৫৫ টাকা।
মঙ্গলবার (০৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ থেকে গাইবান্ধা জেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি। এতে ব্যয় হবে ২৪১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১৫৫ টাকা।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে গাইবান্ধা জেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছেন যৌথভাবে মো. রাশেদুজ্জামান পিটার এবং মেসার্স হামীম ইন্টারন্যাশনাল।
জিসিজি/আরএ