ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

টেকনাফে ৪৯ হাজার ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, ডিসেম্বর ১১, ২০২০
টেকনাফে ৪৯ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৪৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. শফিক (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)।

শফিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মকবুল আহমদের ছেলে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বাংলানিউজকে এ জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, গোপন তথ্যের ভিক্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ৪৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. শফিককে আটক করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সোহেল মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।