ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ডিসেম্বর ৩, ২০২০
সৈয়দপুরে ভাইয়ের হাতে ভাই খুন প্রতীকী

নীলফামারী: পারিবারিক কলহের জের ধরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ইমরান হোসেন খন্দকার (২৭) নিহত হয়েছেন।  
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে বড় ভাই জাকির হোসেন খন্দকারে (৩২) সঙ্গে ছোট ভাই ইমরানের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাইকে ছুরিকাঘাত করেন বড় ভাই। গুরুতর আহতাবস্থায় ইমরানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সৈয়দপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

জাকির ও ইমরানের ওই এলাকার এসএম আরিফ ওরফে মানিকের ছেলে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।