ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, নভেম্বর ২৫, ২০২০
গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু 

সাভার (ঢাকা): গাজীপুরের কাশেমপুরে গরম পানিতে পড়ে আইশা সিদ্দিকা (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৫ নভেম্বর) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে সে মারা যায়।

আইশা সিদ্দিকা রংপুর জেলার মিঠাপুকুর থানার আজিজুর রহমানের মেয়ে। সে পোশাক শ্রমিক বাবা-মার সঙ্গে গাজীপুরের কাশেমপুরে থাকতো।  

পুলিশ জানায়, গত দুইদিন আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় গরম পানিতে পড়ে যায় আইশা। সেখান থেকে তাকে উদ্ধার করে একটি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ধীরে ধীরে আইশরার শারীরিক অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিক্যালে চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) নিয়ে আসা হয়। সেখানে সকাল ৯টার দিকে সে মারা যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হাসাপাতালে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল কাশেমপুর থানায় সেহেতু নিহতের পরিবার চাইলে সেখানে অভিযোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।