ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, নভেম্বর ২৫, ২০২০
বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

বরিশাল: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসন বুধবার (২৫ নভেম্বর) সকালে এই সেমিনারের আয়োজন করে।

জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।  

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোয়াইব হোসাইন, জেলা ক্যাবের সভাপতি রণজিৎ দত্ত, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ স্থানীয় পর্যায়ের অংশীদাররা অংশ নেন।  

সেমিনারে অতিথিরা বলেন, স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের নজরদারি বাড়াতে হবে। ভোক্তার স্বার্থের দিকে খেয়াল রেখে সকল পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। এছাড়া সেবাদানকারী সংস্থাগুলোকে ভোক্তার স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয় সেমিনারে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।