ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে ভবনের ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, নভেম্বর ২৫, ২০২০
ঝালকাঠিতে ভবনের ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ের একটি নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস মোড় এলাকার জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে কিছুক্ষণ পরে পথচারীরা গিয়ে এক নারীকে ছাদের ওপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।  

পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ বাংলানিউজকে জানান, যেখানে ওই নারীর মরদেহ পাওয়া গেছে তার পার্শ্ববর্তী ভবনের ছাদ থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি পাওয়া যায়।  

কার্ডটিতে শাহনাজ পারভীন, পিতা জালাল আহম্মেদ এবং এলাকা লেখা রয়েছে সদর উপজেলার পিপলিতা গ্রাম। এই কার্ডের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে এবং এটি হত্যা না আত্মহত্যা সেটি তদন্ত করে উদঘটন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।