ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে জরিমানা, আটক ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, নভেম্বর ২৫, ২০২০
সিলেটে নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে জরিমানা, আটক ৫ ড্রেজার

সিলেট: সিলেটে সুরমা নদী থেকে বালু তোলার দায়ে ৫ জনকে আটক ও ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২৫ নভেম্বর) সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের সুরমা নদীতে এ অভিযান চালানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন।  

অভিযানকালে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিক আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ সময় বালু তোলার সঙ্গে জড়িত থাকায় ৫ শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালত।  

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন বাংলানিউজকে বলেন, অভিযানে আটককৃতরা অবৈধভাবে বালু তোলার কথা স্বীকার করেছেন।  

তিনি বলেন, অপরিকল্পিত বালু তোলার দায়ে ৫০ হাজার জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জরিমানা আদায়ক্রমে আটককৃতদের ছেড়ে দেওয়া হতে পারে।  
অভিযানে সিলেট সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), জালালাবাদ থানা পুলিশ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।