ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

শপথের ডাক পেয়েছেন, জানালেন ফরিদুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, নভেম্বর ২৪, ২০২০
শপথের ডাক পেয়েছেন, জানালেন ফরিদুল

ঢাকা: জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

ফরিদুল হক বাংলানিউজকে বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে তৈরি থাকবেন, গাড়ি পাঠানো হবে। বিকেল ৫টায় বঙ্গভবনে যেতে হবে।

বর্তমানে ঢাকাতেই রয়েছেন জানিয়ে ফরিদুল বলেন, আমাকে কোন মন্ত্রণালয়ে দেওয়া হবে তা কিছুই জানায়নি। তবে ধারণা করছি খালি থাকা ধর্ম মন্ত্রণালয়েই দেওয়া হবে।

এদিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি একথা জানান।

কাদের বলেন, করোনার এই মুহূর্তে মন্ত্রিসভার কোনো পরিবর্তন নয়। তবে এখন শুধু শূন্যপদ পূরণ করা হচ্ছে।

প্রায় ৫ মাসের বেশি সময় পর প্রতিমন্ত্রী পাচ্ছে এ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।