ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

অপরাধ শিডিউলভুক্ত হলে গোল্ডেন মনিরের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, নভেম্বর ২৩, ২০২০
অপরাধ শিডিউলভুক্ত হলে গোল্ডেন মনিরের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: অপরাধ শিডিউলভুক্ত হলে গোল্ডেন মনিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলওয়ার বখত।
সোমবার (২৩ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে আট কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার এবং ৪২ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ সম্পদের দায়ে যুবলীগের বহিস্কৃত নেতা খালেদ মাহমুদ ভুইয়ার বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন করা হয়েছে।

এ বিষয়ে দুদক সচিব বলেন, অবৈধ ক্যাসিনোকাণ্ড নিয়ে করা বাকি মামলাগুলোর চার্জশিটের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।